Thursday, April 19, 2012

সেরা ডি-এক্সার


মাষ্টার তুহিন


সিরাজগঞ্জ জেলার মাছুমপুর উত্তরপাড়ায় বাড়ী। যে কোন বেতারে সে আলোচিত ব্যক্তি না হলেও প্রতিটি বেতারে মাষ্টার তুহিনের নাম শুনতে পাওয়া যায়। মাষ্টার তুহিন ব্যক্তি জীবনে একজন প্রতিবন্ধী মানুষ। হুইল চেয়ার সম্বল করে চলাফেরা করে। হাত এবং পা দিয়ে সে কোন কাজ করতে পারে না। আল্লাহ্তালা মাষ্টার তুহিনের শুধুমাত্র শুনার ক্ষমতা, কথা বলার অধিকার, চোখ দিয়ে দেখার শক্তি দিয়েছে। আর এই শুনার শক্তি দিয়ে জয় করেছে ডি-এক্সিংকে। প্রতিটি বেতারের বাংলা অনুষ্ঠান সে নিয়মিত শুনে, লেখার কাজটি করে দেয় মাষ্টার তুহিনের ছোট বোন লায়জু বা অন্য কাউকে দিয়ে লেখিয়ে নেয়।

ডিসেম্বর ১৪, ২০০৩ ঢাকা জাতীয় প্রেস ক্লাবে চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত শ্রোতা সন্মেলনে মাষ্টার তুহিনের সাথে প্রকৌশলী মোঃ মঞ্জুরুল আলম রিপন অন্তরঙ্গ মুহূর্তে ।

নানান প্রতিকূলতার মাঝেও মাষ্টার তুহিন যেভাবে প্রতিটি বাংলা বেতারের অনুষ্ঠান শুনে, চিঠি লিখে; সেক্ষেত্রে বাংলা বেতার হতে মাষ্টার তুহিন অনেকটাই অবহেলিত। সামান্য উপহার তার জন্য বিশাল আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। মাষ্টার তুহিন একজন প্রতিবন্ধী মানুষ হওয়া সত্বেও ডি-এক্সিংকে জয় করে আমাদের মাঝে এক বিশাল কৃতিত্ব স্থাপন করেছেন। অভিনন্দন তুহিন...

মাষ্টার তুহিনের ঠিকানা-
মাষ্টার তুহিন
মাছুমপুর উত্তরপাড়া
সিরাজগঞ্জ-৬৭০০
বাংলাদেশ
মোবইল: ০১৯১ ১ ৯৪৫৮৪৭

Tuesday, April 17, 2012

ডি-এক্সার প্রোফাইল ০১


ক্লাবের নাম: ফ্রেন্ডস রেডিও ক্লাব

সভাপতি: দেওয়ান রফিকুল ইসলাম রানা
দেওয়ান রফিকুল ইসলাম রানা

সেক্রেটারী: মোঃ তসলিম উদ্দিন রকেট
প্রতিষ্ঠার তারিখ : ০১-১০-১৯৯৭
সদস্য সংখ্যা : ১৫০ জন
স্বীকৃতিপ্রাপ্ত : DW(E), CRI, Radio Russia, Radio Prague, AWR, RT
শ্লোগান : রেডিও শুনুন, বিশ্বকে জানুন
কার্যক্রম : সমাজ থেকে কুসংস্কার দূর করা। সমাজের উন্নয়ন করা।
পরিকল্পনা : গ্রামের নিরক্ষর মানুষদের নিরক্ষরতা দূর করা ও সুখী, সুন্দর জাতি গঠন করা।

ডয়চে ভেলে

সাত সাগড়ের ঔ পাড়ে তুমি
আর আমি? আমি এই পাড়ে।
মাঝের দূরত্ব কত হতে পারে?
যোজন- যোজন মাইলের ওপরে।

নিত্য তোমার সাথে প্রেম, ভালবাসা
তোমায় নিয়ে আমার অনেক আশা।
হৃদয়ে তুমি মম বাঁশরীর সুর
কিযে সেই ক্ষণ, কত যে মধুর।

তোমার মিষ্টি মধুর সুরে
ওলি সকল চারিপাশে ঘুরে।
আলো আর আঁধিয়ারে তুমি দৃশ্যহীন
তোমার আশীষে হয় শুভ দিন।

জ্ঞান দাও, আলো দাও নেইকো কোন ধোয়াশা
তোমার মাঝে পাই চলিবার ভরস।।

সুভাষ চন্দ্র তলাপাত্র
চন্দ্রপুর, নাটোর থেকে